একটি আকর্ষণীয় ফেসবুক পেইজ সব ব্যবসায়ের জন্য ইতিবাচক ভূমিকা রাখে। এছাড়াও একটি প্রফেশনাল লুকিং ফেসবুক পেইজ খুব সহজেই যেকোন ব্যবসার সেল জেনারেট করতে বিশেষ ভূমিকা রাখে। 🎯একটি আকর্ষণীয় ফেসবুক পেইজ সাজাতে যা যা প্রয়োজনঃ 💯ধাপঃ ১ 🔰পেজের জন্য একটা প্রফেশনাল প্রোপাইল পিকচার তৈরী করা। 🔰পেজের কভারে পিকচার কিংবা ভিডিও প্রদান করা। 🔰এ্যাবাউট পেজে কনটেন্ট ইনফো সুন্দর করে সাজিয়ে দেওয়া। 🔰মেসেঞ্জার চ্যাটবোড। 🔰অন্যান্য সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন। 🔰পেজের এংগেসমেন্ট বাড়ানোর জন্য ফ্রেন্ডলিস্টের সবাইকে পেজে ইনভাইট করা। 🔰পেজের সাথে সামঞ্জস্য রেখে প্রতিদিন পোস্ট করা। . 💯ধাপঃ ২ 🔰আপনার পেইজকে সবার মাঝে পরিচিত করার জন্য অফার দিন । 🔰বিভিন্ন ব্লগ সাইটে আপনার পেইজ সম্পর্কে লিখুন। 🔰মাঝেমধ্যে ফেসবুকে লাইভে এসে কথা বলুন। 🔰সেল বৃদ্ধির জন্য প্রয়োজনে বুস্ট করুন। 💯ধাপঃ ৩ 🔰আপনার ব্যবসার সেল বাড়াতে পেজের সাথে মিল রেখে একটি মানসম্মত ওয়েবসাইট তৈরী করুন। 🔰প্রয়োজন মতো ডোমেইন এবং হোস্টিং কিনুন। 🔰আপনার পেইজ থেকেই ওয়েবসাইটকে প্রমোট করুন। তাই এখন থেকে আপনার ব্যবসার প্রচার-প্রসার ঘট...