Skip to main content

Posts

Showing posts from August, 2021

এফ কমার্স বিজনেস পেজ সাজাতে করনীয় সমূহ

একটি আকর্ষণীয় ফেসবুক পেইজ সব ব্যবসায়ের জন্য ইতিবাচক ভূমিকা রাখে। এছাড়াও  একটি প্রফেশনাল লুকিং ফেসবুক পেইজ খুব সহজেই যেকোন ব্যবসার সেল জেনারেট করতে বিশেষ ভূমিকা রাখে।  🎯একটি আকর্ষণীয় ফেসবুক পেইজ সাজাতে যা যা প্রয়োজনঃ 💯ধাপঃ ১ 🔰পেজের জন্য একটা প্রফেশনাল প্রোপাইল পিকচার তৈরী করা। 🔰পেজের কভারে পিকচার কিংবা ভিডিও প্রদান করা। 🔰এ্যাবাউট পেজে কনটেন্ট ইনফো সুন্দর করে সাজিয়ে দেওয়া। 🔰মেসেঞ্জার চ্যাটবোড। 🔰অন্যান্য সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন। 🔰পেজের এংগেসমেন্ট বাড়ানোর জন্য ফ্রেন্ডলিস্টের সবাইকে পেজে ইনভাইট করা।  🔰পেজের সাথে সামঞ্জস্য রেখে প্রতিদিন পোস্ট করা। . 💯ধাপঃ ২  🔰আপনার পেইজকে সবার মাঝে পরিচিত করার জন্য অফার দিন । 🔰বিভিন্ন ব্লগ সাইটে আপনার পেইজ সম্পর্কে লিখুন। 🔰মাঝেমধ্যে ফেসবুকে লাইভে এসে কথা বলুন।  🔰সেল বৃদ্ধির জন্য প্রয়োজনে বুস্ট করুন।  💯ধাপঃ ৩ 🔰আপনার ব্যবসার সেল বাড়াতে পেজের সাথে মিল রেখে একটি মানসম্মত ওয়েবসাইট তৈরী করুন। 🔰প্রয়োজন মতো ডোমেইন এবং হোস্টিং কিনুন। 🔰আপনার পেইজ থেকেই ওয়েবসাইটকে প্রমোট করুন। তাই এখন থেকে আপনার ব্যবসার প্রচার-প্রসার ঘট...